বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মাহাথির হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এই মামলায় গ্রেপ্তার আল কামাল শেখও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বর্তমানে এই মামলায় আরও তিনজন রিমান্ডে রয়েছেন। অভিযোগ করা হয়েছে, গত ১৯ এপ্রিল দুই ছাত্রীকে উত্যক্ত করার জেরে জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জম্মু-কাশ্মীরে হামলার উত্তেজনার মধ্যে, পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত পেরিয়ে ভুল করে পাকিস্তানে প্রবেশ করায় বিএসএফের এক জওয়ান পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ওই জওয়ানকে ফেরাতে বিএসএফ ও পাকিস্তানি সেনারা পতাকা বৈঠকে বসেছে। এই ঘটনাটি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন বিভ্রান্তি এড়াতে সারা দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে। মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জুমার দিনের তাৎপর্য ও মুসল্লিদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন সময়ে নামাজ হওয়ায় পথচারীরা সমস্যায় পড়েন, তাই একই সময়ে নামাজ অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালালে ভারতকে এর ফল ভোগ করতে হবে। ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে তিনি জানান, পাকিস্তানের কাছে খবর আছে যে ভারত তাদের শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, যদি কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি হয়, তবে পাকিস্তানও এর জবাব দেবে। আসিফ আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসীদের মদদ দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করেন এবং কুলভূষণ যাদবকে ভারতের সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার ভারতীয় প্রচেষ্টাকেও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এই সফর স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে নতুন সূচি নির্ধারণ করা হবে। ভারত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় মুসলিম বিশ্বের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে নিবন্ধটি। ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিত্বকারী ওআইসি প্রতিষ্ঠার ৫৬ বছর পরও মুসলিমদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ১৯৬৯ সালে মসজিদুল আকসায় অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়ায় গঠিত এই সংস্থাটি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তঃদেশীয় জোট হলেও, বসনিয়া, আফগানিস্তান, কাশ্মীর, ইয়েমেন বা সিরিয়ার মতো মুসলিম নিপীড়নের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি। নিবন্ধে ওআইসিকে 'ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার' এর সাথে তুলনা করে এর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করা হয়েছে এবং মুসলিম নেতাদের বিবেক জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
কাতার সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একজন ঘনিষ্ঠ সহযোগী নিয়োগের কথা জানান এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ খাতে কাতারের সহযোগিতা কামনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট ও গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
কাশ্মীরে হামলার জেরে পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং ভারতের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। দেশটি সার্কের বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে এবং ইসলামাবাদে ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিল থেকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যাও কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।